ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

অভিনেত্রী মিনা কুমারীর জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ১ আগস্ট ২০১৯ | আপডেট: ০৮:৩৩, ১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি মিনা কুমারীর জন্মদিন আজ। ১৯৩৩ সালের ১ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম মেহজাবিন বানু। তার পিতার নাম আলী বক্স। মূলত পিতার ইচ্ছাতেই তিনি অভিনয়ে প্রবেশ করেন।

১৯৩৯ সালে সাত বছর বয়সে ‘ফারজানদ-এ-ওয়াতন’ চলচ্চিত্রে বেবি মিনা নাম নিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। কামাল আমরোহী পরিচালিত পাকিজা তার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র। সিনেমাটি তার মৃত্যুর তিন সপ্তাহ আগে মুক্তি পায়।

মিনা কুমারী ১৯৪৯ সালে বীর ঘাতক সিনেমাতে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। ১৯৫২ সালে বেজু বাওরা চলচ্চিত্রে অভিনয় করে তিনি নায়িকা হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৩৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তার অভিনয় জীবনে তিনি ৯০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।

তিনি ১৯৭২ সালের ৩১ মার্চ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।

সূত্র : ইউকিপিডিয়া

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি