ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করণের বাড়িতে মাতাল তারকাদের ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

করণ জোহর। ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যলেখক হিসেবে সুপরিচিত। বলিউডে তারকাদের প্রিয় মানুষ তিনি। প্রায়ই বিভিন্ন ইস্যুতে নিজের বাড়িতে আয়োজন করেন পার্টি, উৎসবের। যে পার্টিতে উপস্থিত হন বলিউডের বাঘা বাঘা তারকারা।

সম্প্রতি এমন একটি পার্টির আয়োজন করেছিলেন করণ। যেখানে হাজির হয়েছিলেন শাহরুখ খানের স্ত্রী গৌরি, শহিদ কাপুর, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, মালাইকা অরোরা, শ্রদ্ধা কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, কৃতী স্যাননসহ একঝাঁক তারকা।

এবার সোশ্যাল মিডিয়ায় সেই পার্টির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা ইতিমধ্যে ভাইরাল। তবে এটি নিয়ে চলছে বিতর্ক। কারণ একটাই, ভিডিওতে মাতাল অবস্থায় বেসামাল তারকাদের দেখে গেছে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই করণকে এক হাত নিয়েছেন শিরোমণি আকালি দলের বিধায়ক মজিন্দর শিরসা। বিধায়কের দাবি, নেট দুনিয়ায় করণ জোহর যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমসারির তারকারা সবাই নেশাগ্রস্ত। মাদক সেবন করে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারা। বলিউডের এ তারকারা প্রত্যেকেই পাবলিক ফিগার। তাই তাদের এমন নেশাগ্রস্ত অবস্থায় ক্যামেরার সামনে আসা উচিত নয় বলে দাবি তার।

টুইটারে তিনি লিখেছেন, ‘অবাস্তব বনাম বাস্তব। দেখুন কীভাবে বলিউড তারকারা গর্বের সঙ্গে নিজেদের নেশাতুর অবস্থা তুলে ধরেছেন।’

এখানেই তিনি বসে থাকেননি। আরও লিখেছেন, ‘মাদক সেবনের বিরুদ্ধে আমি সরব হলাম। আপনারাও যদি শাহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, করণ জোহর, ভিকি কৌশলকে দেখে বিরক্ত হয়ে থাকেন, তাহলে রিটুইট করুন।’

যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে করণদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। বিধায়ককে কটাক্ষ করে তিনি বলেন, ‘সেই সন্ধ্যায় আমার স্ত্রীও পার্টিতে ছিল। কেউই মাদক সেবন করেননি। মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করুন।’

ভিডিওটি নিয়ে নেটিজেনদের অনেকের দাবি, ‘দেখে মনে হচ্ছে সামান্য একটা মদের পার্টি।’

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি