ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নীল জলের দেশ মালদ্বীপে অবসর যাপন করছেন টালিউডের পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রী দম্পতি। সেখান থেকেই দুজনের একান্ত কিছু মুহূর্ত ফ্রেমে বন্দি করে নিজ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শুভশ্রী। 

ইনস্টাগ্রামে শুভশ্রীর এই সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, রাজের হাতে মাথা রেখে শুয়ে রয়েছেন তিনি। খালি গায়ে রাজ। চোখে কালো চশমা। শুভশ্রী পরেছেন হালকা রঙের ট্যাঙ্ক টপ।

এই জুটির ঘনিষ্ট মুহূর্ত দেখে আনন্দিত রাজ-শুভশ্রীর অনুরাগীরা। পোস্টের কমেন্ট বক্সেই প্রকাশ মেলে ভক্তদের ভালোবাসার। 

মলদ্বীপে যাওয়ার পর থেকেই অবসর যাপনের নানা ঝলক ভক্তদের সাথে শেয়ার করেছেন রাজ-শুভশ্রী দম্পতি। কখনও শুভশ্রী স্নান-পোশাকে ছবি দিচ্ছেন। কখনও আবার রাজ সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ছবি দিচ্ছেন। 

ব্যস্ততার মাঝেই একে অপরের সঙ্গে সময় কাটানোর পথ খুঁজে নিয়েছেন তারা। সঙ্গে আছে ছেলে ইউভানও।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি