ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ফিরতে দেরি হলে ‘ঈশানের বাবা’ বকা দেয়: নুসরাত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ৪ নভেম্বর ২০২১

টালিউড নায়িকা নুসরাত জাহানের ছেলের বয়স মাত্র দু’মাস।  এই একরত্তি ঈশানকে বাড়িতে রেখেই কাজে ফিরেছেন এই নায়িকা। তবে এখন কাজ থেকে বাড়ি ফেরার তাড়া থাকে ষোল আনা। শুধু ছেলে না, ছেলের বাবাও নাকি রাগ হন নুসরাতের ফিরতে দেরি হলে। 

সাংবাদিকদের মুখেমুখি হয়ে এই বিষয়টিই খোলাসা করলেন নুসরাত।  বললেন কাজ সেরে কখন বাড়ি ফিরবেন তার অপেক্ষাতেই থাকেন তিনি। আসলে ছেলের বড় হওয়ার একটা মুহূর্তও মিস করতে চান না এই অভিনেত্রী, তাই এত তাড়া। 

কথাপ্রসঙ্গে বললেন, ছেলেকে কখনও একা রাখেন না তারা। শ্যুটের জন্য বাড়ির বাইরে বের হলে যশ বাড়িতে থাকেন। আর যশ বাড়ির বাইরে গেলে তিনিই থেকে যান সন্তানের সঙ্গে।  

ঈশানের ১৩ দিন বয়স যখন, তখন প্রথম বাড়ির বাইরে পা রাখেন মাম্মা নুসরাত। তারপর তো এই সপ্তাহখানেক আগে শ্যুটের জন্য গেলেন সোজা কাশ্মীর। তখন অবশ্য ঈশান ছিল তার নানা-নানীর কাছে। এরপর কলকাতায় ফিরেই ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র কাজ শুরু করেছেন নুসরাত। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি