ঢাকা, শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬

মাদক কাণ্ডে শাহরুখ পুত্রের স্বস্তি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ১৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৭:২৭, ১৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মাদক কাণ্ডে কিছুটা স্বস্তি পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। বুধবার মুম্বাই হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, প্রতি শুক্রবার এনসিবি দফতরে আর হাজিরা দিতে হবে না তাকে।

২৬ দিন কারাগারে থাকার পর গত ২৮ অক্টোবর মুম্বাই হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্চুর করেছিলো। তবে জামিনের পর হাইকোর্টের পক্ষ থেকে আরিয়ানকে নির্দেশ দেওয়া হয়েছিল, তদন্তের স্বার্থে প্রত্যেক সপ্তাহের শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হবে তাকে। বুধবার আরিয়ানের উপর আরোপ করা সেই নির্দেশনাই তুলে নিল মুম্বাই হাইকোর্ট।

২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজ থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আটক করে আরিয়ান ও তার সঙ্গীদের। এনসিবি’র সেই টিমের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর শাহরুখপুত্রসহ তার সঙ্গীদের গ্রেপ্তার করা হয়।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি