ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

আপিল করলেন শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ৩০ মার্চ ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের আগে ভোটাধিকার হারানোর পর আপিল করলেন চিত্রনায়ক, প্রযোজক শাকিব খান।

টিআইএন সার্টিফিকেটসহ কিছু কাগজপত্র জমা না দেওয়ায় শাকিব খানের নাম প্রাথমিক ভোটার তালিকা থেকে বাদ দিয়েছিল প্রযোজক সমিতি।

ভোটাধিকার ফিরে পেতে দিন দুয়েক আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ তিনি আপিল করেছেন বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু।

বাবু বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, ৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে; সেই তালিকায় শাকিব খানের নাম উঠবে কি না-সেদিনই জানা যাবে।

গত বছরের মার্চে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কমিটি বিলুপ্ত করে ‍বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হককে প্রশাসক হিসেবে বসানো হয়েছে। আগামী ২১ মে এফডিসিতে প্রযোজক সমিতির নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রশাসক।

২০১৪ সালে যাত্রা শুরুর পর এস কে ফিল্মসের প্রযোজনায় ‘হিরো: দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি