ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ব্যাটম্যান তারকা কেভিন কনরয় মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ১২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কিংবদন্তি ব্যাটম্যান তারকা কেভিন কনরয় মারা গেছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) তিনি মারা যান। 

পিটার মেহিউ ফাউন্ডেশন টুইটারে ৬৬ বছর বয়সী এই তারকার মৃত্যু খবর নিশ্চিত করেছে। খবর দ্য হিন্দুস্তান টাইমস’র।

১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রে অভিনয় শুরু করে কেভিন কনরয়। ‘ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড’ সি‌রি‌জে তার কণ্ঠে ব্রুস ওয়েন ওরফে ব্যাটম্যান দারুণ জন‌প্রিয় হ‌য়ে ওঠে। তারপর থেকে ১৫টি চলচ্চিত্র এবং ৪০০টিরও বেশি টেলিভিশন পর্বে ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেছেন কেভিন। ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিও গেমে কেভিনের কণ্ঠস্বর কয়েক প্রজন্মের কাছে জনপ্রিয় ছিল।

কেভিন ১৯৫৫ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠেছেন কানেটিকাটে। ১৯৮০-র দিকে পুরোপুরি অভিনয়ে নেমে পড়েন কেভিন। ‘ডায়নাস্টি’, ‘ট্যুর অব ডিউটি’, ‘ওহারা’-র মতো একাধিক টিভি সিরিজে সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি