ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৭ বছরের ছোট ফাতিমার সঙ্গে আমিরের বিয়ের গুঞ্জন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দঙ্গল সিনেমার সহ অভিনেত্রী ২৭ বছরের ছোট ফাতিমার সঙ্গে আমির খানের প্রেমের গুঞ্জন সকলেরই জানা। তবে এই বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি। সম্প্রতি ফাতিমার একটি পোস্ট থেকে গুঞ্জন আরও জোড়ালো হয়। সকলের প্রশ্ন আমিরের সঙ্গে তাহলে বিয়ে করতে চলেছেন এ নায়িকা?

সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ফটোশুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফাতিমা। ইন্দো ওয়েস্টার্ন পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী। সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে তিনি পরেছেন পাটের তৈরি একটি টপ। আর টপটির পিঠের অংশটি পুরোটাই উন্মুক্ত।  ভিন্টেজ এক গাড়িকে প্রপ বানিয়ে ফটোশুট করেন অভিনেত্রী। সেখানেই ক্যাপশনে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের এক বিখ্যাত লাইনের সঙ্গে শব্দ অদল বদল করে তিনি লিখেছেন, ‘বাঁধব কী বাঁধব না সেটাই প্রশ্ন’। 

কী বাঁধার কথা বলছেন ফাতিমা তা নিয়েই শুরু হয়েছে প্রশ্ন। জামার দড়ি বাঁধার কথা বলছেন নাকি গাঁটছড়া বাঁধার কথা বলছেন ফতিমা তা নিয়েই প্রশ্ন দানা বাঁধছে অনুরাগীদের মনে।

ফতিমার ফটোতে মজেছে নেটপাড়া। দুই লক্ষের বেশি নেটিজেন লাইক করেছেন তাঁর ছবি। কমেন্ট সেকশন ভরে উঠেছে তাঁর প্রশংসায়। অনেক কমেন্টের মধ্যে যে কমেন্টে সবার নজর আটকেছে তা হল আমির খানের মেয়ে আয়রা খানের মন্তব্য। কিছু লেখেননি আয়রা। শুধুমাত্র চোখে হার্ট চিহ্নের একটি ইমোজি আইকন পোস্ট করেছেন তিনি। 

আয়রার কমেন্টের নিচেই নেটিজেনরা বিয়ের সত্যতা সম্পর্কে জানতে চেয়েছে। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, বিয়ে করতে চলেছেন ফাতিমা সানা শেখ। তার বিয়ে নিয়ে নানা জল্পনা রয়েছে। যদিও তার প্রেম বা সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে, আমিরের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিতে চান ফাতিমাও। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি