ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বাইডেনের পায়ে আঘাত, সুস্থতা কামনা ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৩০ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

পোষা কুকুর ‘মেজরের’ সঙ্গে খেলতে গিয়ে পা পিছলে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট বিজয়ী জো বাইডেন। এতে তার এক পায়ের পাতার মাঝের অংশে ‘ফ্র্যাকচার’ ধরা পড়েছে। আগামী কয়েক সপ্তাহ তাকে ওয়াকিং বুটের সাহায্য নিয়ে হাঁটতে হতে পারে। এমনটি জানিয়েছে তার চিকিৎসক। এ ঘটনা জেনে ওইদিন সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বাইডেনের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

ডা. কেভিন ও’কনর বলেন, ‘পড়ে গিয়ে বাইডেন পা মচকে ফেলেছেন। এক্সরে পরীক্ষায় তার পায়ের পাতায় হাড়ে চুল পরিমাণ ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ বুট পরে থাকতে হবে।’

এর আগে, রোববার বাইডেনের অফিস থেকে ঘোষণা দেওয়া হয় যে, কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন বাইডেন। তাই তিনি একজন অর্থোপেডিস্টের শরণাপন্ন হতে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর জো বাইডেন তার ৭৮তম জন্মদিন পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট।
সূত্র : সিএনএন
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি