ইইউ’র চার দেশ হতে ৪৩ রুশ কূটনীতিককে বহিষ্কার
প্রকাশিত : ০৯:২৬, ৩০ মার্চ ২০২২ | আপডেট: ০৯:২৭, ৩০ মার্চ ২০২২

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস- ছবি- বিবিসি
জাতীয় নিরাপত্তার স্বার্থে ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ একটি সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে সেই দেশগুলোতে অবস্থিত রাশিয়ার ৪৩ জন কূটনীতিককে বহিষ্কার করেছে।
জানা যায়, আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্র মঙ্গলবার বিকেলে গুপ্তচরবৃত্তির সন্দেহে এই ৪৩ জন রাশিয়ান দূতাবাস কর্মীকে বহিষ্কারের আদেশ জারি করে।
এই বিষয়ে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস পার্লামেন্টে এমপিদের বলেছেন যে, “এই বহিষ্কার আদেশ আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।”
গণমাধ্যম হতে পাওয়া তথ্যে জানা যায়, ব্রাসেলসে রাশিয়ান দূতাবাস এবং এন্টওয়ার্পে কনস্যুলেটের ২১ জন স্টাফকে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে। তাদের প্রস্থান করার জন্য দুই সপ্তাহ সময়ও দেওয়া হয়েছে।
বেলজিয়ামের এই পদক্ষেপটি গ্রহণের আগে গত সপ্তাহে অনুরূপ পদক্ষেপ গ্রহণ করেছিলেন পোল্যান্ড সহ ইইউ-এর অন্যান্য সদস্য দেশগুলো।
বেলজিয়াম এই পদক্ষেপটি তাদের প্রতিবেশী নেদারল্যান্ডসের সঙ্গে একযোগে সিন্ধান্ত নিয়ে করেছেন বলেও জানা যায়।
নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, গোয়েন্দা কর্মকর্তা হিসাবে ‘গোপনে সক্রিয়’ কাজে লিপ্ত বলে মনে হওয়ায় রাশিয়ান ১৭ জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
সূত্র: বিবিসি
আরএমএ/ এসএ/
আরও পড়ুন