ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ক্ষমতায় এসেই মোদিকে চিঠি শাহবাজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

সদ্য ক্ষমতায় এসেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এসেই ‘বন্ধু’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তিনি। দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানালেন। তিনি ক্ষমতায় আসীন হওয়ার পরই তাকে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। অবশেষে তার উত্তর দিলেন শাহবাজ। তার চিঠিতে উঠে এসেছে কাশ্মীর সমস্যার প্রসঙ্গও। 

জানা যাচ্ছে, শরিফ তার চিঠিতে জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানের কথাও বলেছেন। তিনি জানিয়েছেন, ইসলামাবাদ সব সময়ই শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতায় বিশ্বাসী। গত সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ।

নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখলেন, “শুভেচ্ছা। শান্তি, সন্ত্রাসমুক্ত অঞ্চলের আশায় থাকবে ভারত।” ভারত যে সর্বদা প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে সেকথাও মনে করিয়ে দিয়েছিলেন মোদি। অবশেষে তারই উত্তর দিলেন শাহবাজ।

শাহবাজ শরীফ তার চিঠিতে লিখেছেন, ”অভিনন্দন বার্তার জন্য আপনাকে ধন্যবাদ। পাকিস্তান শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে বিশ্বাসী। জম্মু ও কাশ্মীরের মতো জম্মু সহ অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ের কথা সবাই জানে। এবার দুই দেশের মধ্যে শান্তি ও সামাজিক-অর্থনৈতিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।”

কাশ্মীর সমস্যা দুই দেশের মধ্যে সম্পর্কে বরাবরই কাঁটা হয়ে থেকেছে। নতুন পাক প্রধানমন্ত্রীর আমলে কি সম্পর্কে উন্নতি হবে? সেকথা সময়ই বলবে। তবে কাজটা যে জটিল তাতে কোনো সন্দেহ নেই। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি