ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ন্যাটোতে যোগ দিচ্ছে সুইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ১৬ মে ২০২২ | আপডেট: ১০:২৩, ১৬ মে ২০২২

সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন

সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন

Ekushey Television Ltd.

ফিনল্যান্ডের পর এবার সুইডেনও পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার পরিকল্পনা নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রোববার রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার ঘোষণা দেন। 

এরপরই সংবাদ সম্মেলনে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসনও কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়ার জন্য আবেদন করবেন বলে জানান। 

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে পশ্চিমা এ সামরিক জোটে যোগ দিচ্ছে তার দেশ। 

এরআগে ন্যাটোতে যোগ দিলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে দুই দেশকে- এমন হুমকি দেয় রাশিয়া। 

অন্যদিকে, এ যোগদান নিয়ে আপত্তি জানিয়েছে জোট সদস্য তুরস্কও। ন্যাটোর সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি শর্তপূরণের দাবি তুলেছে দেশটি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি