ক্যাপিটল দাঙ্গার ঘটনায় গণশুনানি শুরু
প্রকাশিত : ১১:৪২, ১০ জুন ২০২২ | আপডেট: ১২:১৪, ১০ জুন ২০২২

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনায় প্রথমবারের মতো গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) মার্কিন প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটি এ শুনানির আয়োজন করে।
এতে হামলায় আহত ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন তদন্ত কমিটির সদস্যরা। ভিডিও বার্তার মাধ্যমে সাক্ষ্য দেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।
তিনি বলেন, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ভোট কারচুপি ও জালিয়াতির যে অভিযোগ এনেছেন তার কোনো ভিত্তি নেই। ওই তাণ্ডবে ডোনাল্ড ট্রাম্প পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন বলে মতামত দেন অনেকে।
গত বছরের ৬ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ফল প্রত্যয়নের জন্য কংগ্রেসের অধিবেশন চলাকালে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবন ও আশপাশের এলাকায় হামলা চালান। ওই ঘটনায় নিহত হন অন্তত পাঁচজন।
এসবি/
আরও পড়ুন