ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

‘ভিত মজবুত না হলে রাশিয়া আরও বেশি আগ্রাসন চালাবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১৫ জুন ২০২২ | আপডেট: ১৬:২০, ১৫ জুন ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Ekushey Television Ltd.

রুশ বাহিনীকে ঠেকাতে ইউক্রেনকে আরও বেশি ‘শক্তিশালী’ হতে হবে। এজন্য পশ্চিমা দেশগুলি যাতে আরও অস্ত্র পাঠিয়ে কিয়েভের হাত শক্ত করে, মঙ্গলবার সেই আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তার কথায়, ইউক্রেনের ভিত যদি সে ভাবে মজবুত না হয়, তাহলে তারা (রাশিয়া) আরও আগ্রাসন চালাবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের মাটিতে আগ্রাসন শুরু করে পুতিনের সৈন্য দল। তারপর থেকে রুশ বাহিনীকে প্রতিহত করতে চেষ্টার কসুর করছে না কিয়েভ। সম্প্রতি জানা যায়, যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের ভাঁড়াটে যে পরিমাণ সাবেক সোভিয়েত ও পরবর্তীকালে রাশিয়ার তৈরি অস্ত্রের সম্ভার ছিল, তা ফুরিয়ে যাচ্ছে। এই অবস্থায় পশ্চিমা দেশগুলির থেকে অস্ত্র-সাহায্য চেয়েছে জেলেনস্কির দেশ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নজরে রাখছে পশ্চিমা দেশগুলি। তাদের মতে, ইউক্রেনের পূর্ব প্রান্তে ‘সুবিধাজনক’ অবস্থায় রয়েছে মস্কো। কিন্তু যেভাবে ইউক্রেনে আক্রমণের ধারা বজায় রেখেছে রুশ সেনাবাহিনী, তাতে আগামীতে যুদ্ধের ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এই প্রেক্ষাপটে জেলেনস্কির বক্তব্য, ‘‘আমরা ওদের (রাশিয়া) কাছে আমাদের শক্তি প্রদর্শন করেছি। যদি ইউক্রেনের ‘মিত্র’ পক্ষগুলি রাশিয়াকে ‘কোণঠাসা’ করতে চায়, তাহলে যেন দ্রুত অস্ত্র পাঠানো হয়’’।

পশ্চিমা দেশগুলির আশঙ্কা, ইউক্রেনে ক্রমবর্ধমান সাফল্য পেতে পারে রাশিয়া। যুদ্ধ-পরিস্থিতি বহু বছর ধরেও চলতে পারে। যার জেরে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হতে পারে। এর জেরে বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি