ইমরান-শাহবাজদের থেকে বিত্তবান তাদের ঘরনিরা
প্রকাশিত : ১৩:৫৭, ১৬ জুন ২০২২

একজন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী, অপর জন প্রাক্তনের। স্বামীরা যতই প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে রাজ করুন না কেন, সম্পত্তির হিসাবে তাদের টেক্কা দিয়েছেন স্ত্রীরা। সম্প্রতি প্রকাশ্যে এল পাকিস্তানের বর্তমান ও প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীদের সম্পত্তির খতিয়ান।
২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সম্পত্তির হিসাব তুলে ধরেছে পাক নির্বাচন কমিশন।
সেই পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীরা তাঁদের স্বামীর থেকে অনেক বেশি ধনী।
কমিশনের তথ্য মোতাবেক জানা গিয়েছে, ইমরান খানের চারটি ছাগল রয়েছে। যার বাজারমূল্য পাকিস্তানি মুদ্রায় ২ লাখ টাকা।
এছাড়াও তার হাতে রয়েছে ছয়টি সম্পত্তি। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিও রয়েছে।
এছাড়া ইমরানপত্নী বুশরা বিবির মোট সম্পত্তির পরিমাণ পাকিস্তানি মুদ্রায় ১৪২.১১ মিলিয়ন। বুশরা বিবির নামে চারটি সম্পত্তি রয়েছে।
এদিকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার অঙ্ক পাকিস্তানি মুদ্রায় ৬০ মিলিয়নের বেশি নয়।
বুশরা বিবির মতোই স্বামীর থেকে ঢের বেশি সম্পত্তির মালকিন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের স্ত্রী নুসরত শাহবাজ। পাকিস্তানি মুদ্রায় তার মোট সম্পত্তির পরিমাণ ২৩০.২৯ মিলিয়ন।
নয়টি কৃষি সংক্রান্ত সম্পত্তি, লাহৌর ও হাজারা ডিভিশনে একটি করে বাড়িও রয়েছে তার হাতে।
বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগও করেছেন নুসরত।
অন্য দিকে, বর্তমান পাক প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ পাকিস্তানি মুদ্রায় ১০৪.২১ মিলিয়ন।পাকিস্তানি মুদ্রায় তার দেনা রয়েছে ১৪১.৭৮ মিলিয়ন।
এসবি/
আরও পড়ুন