ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ভূমিকম্পে কাঁপলো তাইওয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২০ জুন ২০২২

Ekushey Television Ltd.

একটি শক্তিশালী ভুমিকম্পে কেঁপেছে তাইওয়ানের জনগণ। ৬.০ মাত্রার এই ভূমিকম্পে এখনও কোন ক্ষয়ক্ষতি বা আঘাতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২০ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে তাইওয়ানের পূর্বে হুয়ালিয়েন শহরের ৩৮ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে ভুমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের আনুমানিক গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। 

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরো জানিয়েছে, প্রায় আধা ঘণ্টা পর দ্বিতীয় আরেকটি ছোট কম্পন আঘাত হানে।

তবে সেদেশে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। তাইওয়ানে নিয়মিত ভূমিকম্প হয় কারণ দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।

এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। সূত্র: ডয়েচে ভেলে

আরএমএ/এসি

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি