যুক্তরাষ্ট্রে লরি থেকে উদ্ধার মরদেহের সংখ্যা ৫১
প্রকাশিত : ১০:০২, ২৯ জুন ২০২২

টেক্সাসের সান আন্তোনিওর উপকণ্ঠে একটি পরিত্যক্ত লরি থেকে পাওয়া মরদেহের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। যাদের প্রত্যেককেই অভিবাসী।
কেএসএটি টিভি চ্যানেলের মতে, সোমবার (২৮ জুন) এসব মরদেহ খুঁজে পাওয়া যায় এবং গাড়িটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেল ট্র্যাকের পাশে পাওয়া গেছে।
অভিবাসন প্রত্যাশীদের লাশের সংখ্যা বেড়ে ৫১ হবার তথ্য নিশ্চিত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর।
মৃতরা কোন কোন দেশের নাগরিক তা জানিয়ে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রারর্ড মঙ্গলবার (২৮ জুন) টুইটারে বলেছেন, “ ২২ জনই মেক্সিকোর, ৭ জন গুয়াতেমালার এবং ২ জন হন্ডুরাসের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে।”
তবে বাকি ২০ জন কোন দেশের নাগরিক সে ব্যপ্যারে কিছু জানা যায়নি বল জানিয়েছেন মেক্সিকোর কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই শহরটি মেক্সিকো সীমান্ত থেকে আড়াইশ কিলোমিটারের মধ্যে। ওই অঞ্চলে এখন তীব্র তাপদাহ চলছে। সোমবারও সেখানে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। লরিটিতে কোনও পানি ছিল না এবং তা শীতাতপ নিয়ন্ত্রিতও ছিল না বলে জানিয়েছেন সান অ্যান্টোনিও শহরের দমকল প্রধান চার্লস হুড।
সেখানে ৬০ জন অগ্নিনির্বাপণ কর্মী, ২০টি ফায়ার ইঞ্জিন ও ২০টি চিকিৎসা ইউনিট নিয়ে ‘খুব সহজে দ্রুত’ কাজ করা হয় এবং জীবিত ১৬ জনের সবাইকে প্রায় এক ঘণ্টার মধ্যে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
আইনপ্রয়োগকারী এক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) এক কর্মকর্তা তদন্ত নিয়ে এক ব্রিফিংয়ে বলেছেন, “ধারণা করা হচ্ছে, ট্রাকে প্রায় ১০০ জনকে বহন করা হচ্ছিল। তবে সঠিক সংখ্যাটি কত তা এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না।”
মেক্সিকোর একজন কর্মকর্তা বলেছেন, “মনে হচ্ছে, ট্রাকের অভিবাসনপ্রত্যাশীরা সম্প্রতি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পার হয়েছিল। পরে তারা কাজের জায়গায় যাওয়ার জন্য ট্রাকে উঠেছিল।”
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইইসি) মৃতের সংখ্যা নিশ্চিত করেছে এবং এ ঘটনায় মানবপাচারের চক্রান্তে জড়িত সন্দেহে জাতীয় নিরাপত্তা তদন্ত বিভাগ তিনজনকে আটক করেছে বলে জানিয়েছে।
সূত্র - ইউএসএ টুডে
আরএমএ
আরও পড়ুন