ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

রাশিয়া এবার দনেৎস্ক দখল করতে চায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ৫ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

লুহানস্ক দখল করে নেয়ার পর রাশিয়ার সেনা এখন পূর্ব দনেৎস্কের এলাকাগুলি দখল করতে চাইছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। 

একদিন আগেই রাশিয়ার সেনা লুহানস্কের ইসেচানস্ক দখল করেছিল। ইউক্রেনও জানিয়েছিল, তাদের সেনা শহর ছেড়ে চলে এসেছে। ইসেচানস্ক দখল করার পর লুহানস্ক পুরোপুরি রাশিয়ার দখলে চলে গেছে। এবার তারা লুহানস্কের পাশের এলাকা দনেৎস্ক দখলের জন্য উঠেপড়ে লেগেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, ''গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ইউক্রেনের সেনা দিনের পর দিন রাশিয়ার অগ্রগতিকে থামিয়ে দিয়েছে। তাদের পিছু হটতে বাধ্য করেছে। এবার তাদের ছত্রখান করতে হবে। কাজটা কঠিন। এর জন্য সময় ও অতিমানবিক প্রয়াস দরকার। এর কোনো বিকল্প নেই।''

ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, ''রাশিয়ার সেনা এখন দনেৎস্কের  সিভারেস্ক, ফেরোভিকাও বাখমাট শহরের দিকে নজর দিয়েছে।''

লুহানস্কের ইউক্রেনীয় গভর্নর জানিয়েছেন, ''স্লোভিয়ানস্ক,  থেকে বাখমুট পর্যন্ত পুরো এলাকা ইউক্রেনের সেনার দখলে আছে। রাশিয়া এখন সমানে স্লোভিয়ানস্কে গোলা ফেলছে।''

আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন লুহানস্ককে স্বাধীন করার জন্য রাশিয়ার সেনাকে অভিনন্দন জানিয়েছেন।

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি