ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

জ্বালানির প্রশ্নে ‘সর্বনাশা পরিণতির’ সতর্কতা পুতিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওপর পশ্চিমা বিশ্বের বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্য ‘সর্বনাশা পরিণতির’ ব্যাপারে সতর্ক করেছেন। খবর এএফপি’র।

সরকারি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, “রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ বিভিন্ন দেশের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে আনবে।”

তিনি বলেন, “রাজনৈতিক উদ্দেশ হাসিলে নিষেধাজ্ঞার ব্যবহার অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজার পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।”

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব মস্কোর বিরুদ্ধে একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি