ঢাকা, বুধবার   ২০ আগস্ট ২০২৫

ফিনল্যান্ডের আকাশে রুশ যুদ্ধবিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১৯ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাশিয়ার বিরুদ্ধে ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে হেলসিংকি।

ফিনল্যান্ড দাবি করেছে, দুটি রুশ মিগ–৩১ যুদ্ধবিমান ফিনল্যান্ড উপসাগরের উপকূলবর্তী শহর পোরভোর আকাশসীমায় অনুপ্রবেশ করে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর আল–জাজিরা। 

ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমান দুটি ফিনিশ আকাশসীমার এক কিলোমিটার ভিতরে প্রবেশ করেছিল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ বিষয়ক প্রধান ক্রিস্টিয়ান ভাক্কুরি বলেন, “ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান দুই মিনিট অবস্থান করেছিল।” তবে রাশিয়ার যুদ্ধবিমান স্বেচ্ছায় ফিনল্যান্ডের আকাশসীমা ছেড়ে যায় নাকি ফিনল্যান্ডের সামরিক বাহিনী যুদ্ধবিমান দুটিকে পিছু হটতে বাধ্য করে সেটা নিশ্চিত করেননি তিনি।

ফিনিশ বিমান বাহিনী ‘একটি অপারেশনাল ফ্লাইট মিশন’ পাঠিয়েছে এবং মিগ-৩১ যুদ্ধবিমান চিহ্নিত করেছে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী এ নিয়ে একটি তদন্ত শুরু করেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর প্রেক্ষাপটে ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদ চাওয়া নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর মধ্যে এমন ঘটনা ঘটল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি