ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

দুই লরির মাঝে পড়ে চিড়েচ্যাপ্টা বাস, ১৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ২২ আগস্ট ২০২২ | আপডেট: ১১:২৮, ২২ আগস্ট ২০২২

দুর্ঘটনার চিত্র

দুর্ঘটনার চিত্র

রাশিয়ার উলিয়ানভস্ক অঞ্চলে থেমে থাকা একটি মিনিবাসকে ধাক্কা দেয় দ্রুত গতিতে এগিয়ে আসা একটি ভারী মালবাহী লরি ট্রাক। রোববারের (২১ আগস্ট) এই দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয় এবং আহত হয়েছেন আরও তিন জন। 

এ প্রসঙ্গে উলিয়ানভস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, “প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারী পণ্যবাহী গাড়ির চালক সঠিক সময়ে গতি কমাতে না পারায় একটি স্থির মিনিবাসকে ধাক্কা দেয়।”

বিবৃতিতে আরও বলা হয়, সড়কে সংস্কার কাজ চলায় মিনিবাসটি দাঁড়িয়ে ছিল। দুটি লরির মধ্যবর্তী স্থানে মিনিবাসটি আটকা পড়ে। সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের তরফে প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দুটি লরির মাঝে আটকা পড়া মিনিবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। পর জরুরি পরিষেবা কর্মীরা দুর্ঘটনাস্থলে গাড়িটি পরিদর্শন করেছেন।

উলিয়ানভস্কের গভর্নর আলেক্সি রুস্কিখ সামাজিক মাধ্যমে লিখেছেন, আরও তিন ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

লরি-মিনিবাসের এই দুর্ঘটনায় রাশিয়ার জাতীয় তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রাষ্ট্রায়াত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি। সূত্র- আলজাজিরা

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি