ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

পশ্চিম তীরে ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ২৬ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীরে মহামারি কোভিড-১৯ মোকাবেলায় ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ খবর দিয়েছে। খবর সিনহুয়ার।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ফিলিস্তিনে প্রথম করোনাভাইরাসে প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ২০২০ সালের মার্চে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়। চলতি বছরের জানুয়ারি দেশটিতে আবারো জরুরি অবস্থা ঘোষণা করা হয় বা এর মেয়াদ বাড়ানো হয়।

জরুরি অবস্থার আওতায় সরকার মহামারি করোনাসভাইরাস মোকাবেলার স্বার্থে যে কোন পদক্ষেপ গ্রহণের ক্ষমতা রাখে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি