ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি ইউক্রেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্ততায় শস্য চুক্তির আওতায় কৃষ্ণসাগর বন্দর দিয়ে ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি’র

এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ১৫টি দেশে ৪৪টি জাহাজে খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে। আগামী কয়েকদিনে আরও প্রচুর পরিমাণে খাদ্যপণ্য বিভিন্ন দেশে পাঠানো হবে।

তিনি জানান, আগামী এক মাসে ৩ লাখ টন খাদ্যপণ্য রপ্তানির লক্ষ্য রয়েছে কিয়েভের। 

এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেনকে নব্য নাৎসিদের হাত থেকে মুক্ত করতে চান তিনি। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে রাশিয়া।

তবে কিয়েভ ও পশ্চিমাদের দাবি, এটি ইউক্রেন আক্রমণের জন্য পুতিনের ভিত্তিহীন অজুহাত। রাশিয়ার সামরিক বাহিনীতে আগামী কয়েক মাসের মধ্যেই সৈন্য বাড়তে পারে ১ লাখ ৩৭ হাজারের মতো। পুতিন এ বিষয়ে ডিক্রি জারি করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি