যুক্তরাজ্যে তীব্র গরমের প্রভাব পড়েছে শাকসবজি চাষে
প্রকাশিত : ১৮:২১, ২৯ আগস্ট ২০২২ | আপডেট: ১৮:২২, ২৯ আগস্ট ২০২২

স্মরণকালের রেকর্ড তাপদাহে নাজেহাল যুক্তরাজ্যের মানুষ। তবে, তীব্র এই গরমে বেড়েছে ফল ও শাকসবজির উৎপাদন। যদিও বিজ্ঞানীরা বলছেন, সাময়িক উৎপাদন বাড়লেও প্রাচীন ফসলের জন্য তা মঙ্গলজনক নয়।
যুক্তরাজ্যে তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবন। শুকিয়ে যাচ্ছে বড় বড় নদীসহ প্রাকৃতিক জলাধার।
তবে, গরমের এই তীব্রতা শাপে বর হয়ে এসেছে যুক্তরাজ্যবাসীর জন্য। শুষ্ক আবহাওয়ায় ডুমুর, অ্যাভোকাডো-সহ বেড়েছে ভূমধ্যসাগরীয় নানা ফলের উৎপাদন।
যেসব ফল আগে বাড়ির ভেতর আবাদ হতো, তা এখন সফলভাবে বাগানে চাষাবাদ হচ্ছে। রয়্যাল হর্টিকালচারাল সোসাইটি জানিয়েছে, হালকা বৃষ্টির পাশাপাশি তীব্র উষ্ণতা বিদেশি উদ্ভিদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করছে।
দেশটির কৃষিবিদরা বলছেন, জলবায়ুর এমন পরিবর্তন চলতে থাকলে, এসব ফল এবং ফুলের জাতের বৃদ্ধি আরো সহজ হয়ে উঠবে।
যুক্তরাজ্যের দক্ষিণে তরমুজ ও ডুমুর চাষ করে বেশ লাভবান হচ্ছেন খামারিরা। অ্যাভোকাডো ফলাতে বেশি পানির প্রয়োজন না হওয়ায়, উৎপাদনও বেড়েছে।
এ বছর মিষ্টি আলু, স্কোয়াশ, বরবটি, শসা ও গ্রীষ্মকালীন টমেটোর ফলনও বেশ ভালো হয়েছে। চাষের জমি নয়, বাড়ির পাশে গ্রিনহাউসে চলছে এসব সবজি চাষ।
তবে, বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ভবিষ্যতে পানির অভাব গাছপালাকে হুমকির মুখে ফেলতে পারে। অতিরিক্ত গরমে ফসলের ক্ষেতে আগুণ লাগার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না তারা।
এসবি/
আরও পড়ুন