ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

এবার মমতার পরিবারের সম্পত্তির হিসাব চেয়ে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ২৯ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ভারতে পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীর পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব চেয়ে হাইকোর্টে মামলা করেছে বিজেপি নেতা। 

আইনজীবী বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারি জনস্বার্থে এ মামলাটি করেন। মামলায় বলা হয়, ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি উল্লেখযোগ্য হারে বেড়েছে। মামলায় মমতা বা অভিষেক কারও নামই সরাসরি নথিভুক্ত নেই।

তবে মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়, ও ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়সহ অন্যদের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এদিকে এ মামলা নিয়ে জনসমাবেশেই কথা বলেন মমতা। জানান, উৎসব ছাড়া নিজের পরিবারের কারো সাথে তার যোগাযোগ নেই। সবাই আলাদা পরিবারে থাকার পরও সম্পত্তি কিভাবে তার হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি