কারফিউ তুলে নেওয়া হলেও থমথমে বাগদাদ
প্রকাশিত : ১০:৩৮, ৩১ আগস্ট ২০২২

সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরাকের বাগদাদ। সমর্থকদের রাজপথ ছাড়ার নির্দেশ দিয়েছেন ইরাকী শিয়া নেতা মোকতাদা আল-সদর। এরপরই তুলে নেয়া হয় কারফিউ।
এক টেলিভিশন ভাষণে আল-সদর সমর্থকদের এক ঘণ্টার মধ্যে রাজপথ ছেড়ে যাওয়ার নির্দেশ দিলে আন্দোলন কিছুটা শিথিল করে তারা।
নাজাফ থেকে দেওয়া ভাষণে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চান এবং সহিংসতা বন্ধে জোরালো আহ্বান জানান। এদিকে ইরাকের সেনাবাহিনী কারফিউ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে।
তবে এর ফলে রাজপথে আবারও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। সহিংসতার কারণে বাগদাদে খাদ্যপণ্য প্রবেশ বন্ধ থাকায়, বাজারে বেড়েছে দাম।
এসবি/
আরও পড়ুন