ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

জানা যাবে মাইকেল জ্যাকসনের আসল খুনি কে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

মৃত্যুর ১৩ বছর পর রহস্যের ঝটলা খুলছে মাইকেল জ্যাকসনের। তার প্রকৃত খুনিদের চিহ্নিত করতে তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে।

তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে একটি তথ্যচিত্র দর্শকদের সামনে প্রকাশ করা হবে। আর তাতেই উন্মোচিত হবে মাইকেল জ্যাকসনের আসল খুনিরা।

মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিশ্ব মাতানো আমেরিকার এই কিংবদন্তি গায়ক। লস এঞ্জেলেসের নিজ বাড়িতে ২০০৯ সালের ২৫ জুন নিথর হয়ে পড়েছিলেন তিনি। অ্যানেস্থেটিক প্রোপোফোলের মতো ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবনে তার হৃদ্‌স্পন্দন থেমে গিয়ে মৃত্যু হয়।

এ ঘটনার জন্য জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারকে দায়ী করা হয়। তিনি তা মেনেও নিয়েছিলেন। ভোগ করেন চার বছরের কারাদণ্ডও।

তবে নতুন এই তথ্যচিত্রে জানা যাবে শুধু জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারই নন, বিভিন্ন ওষুধের প্রতি মাইকেলকে আসক্ত করতে ইন্ধন জুগিয়েছিল আরও অনেকেই। কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো এই শিল্পী নাকি কিছু মানুষের ইন্ধনেই মাদকের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়েছিল।

নতুন তথ্যচিত্রে জানা যাবে, মাদক কেনার জন্য তার ছিল ১৯টি জাল আইডি। মৃত্যু সংক্রান্ত আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে এই তথ্যচিত্রে। সেই ধোঁয়াশার মূল রহস্য উদ্‌ঘাটন হবে সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘টিএমজেড ইনভেস্টিগেটস: হু রিয়েলি কিলড মাইকেল জ্যাকসন’ তথ্যচিত্রটির মাধ্যমে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি