ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

চে গুয়েভারার ছেলে ক্যামিলোর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আর্জেন্টেনীয় বংশোদ্ভুত বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার ৬০ বছর বয়সী ছেলে ক্যামিলো গুয়েভারার মৃত্যু হয়েছে। কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, ফুসফসে রক্ত জমাট বাঁধার কারণে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ক্যামিলো গুয়েভারা তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বাবার জীবন তুলে ধরার কাজে। কিউবার বিপ্লবের সময় চে গুয়েভারা ও ফিদেল কাস্ত্রো একসঙ্গে লড়াই করেছেন।

আলবার্তো কর্দা দ্বারা বিখ্যাত হয়ে ওঠা চে গুয়েভারার একটি ছবির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করেছেন ক্যামিলো।

চে গুয়েভারা ও তার দ্বিতীয় স্ত্রী আলেইদা মার্চের চার সন্তানের মধ্যে একজন ক্যামিলো।

কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সফরে ক্যামিলোর মৃত্যু হয়েছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল টুইটারে ক্যামিলোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি