আফগানিস্তানে ‘ফ্রিডম ডে’ পালন তালেবানের
প্রকাশিত : ১২:৫৩, ১ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১২:৫৪, ১ সেপ্টেম্বর ২০২২

একবছর আগে মার্কিন সেনা কাবুল ছেড়েছিল, বুধবার তার প্রথম বার্ষিকী পালন করেছে তালেবান।
তালেবান জানিয়েছিল, মার্কিন সেনা প্রত্যাহারের ও তাদের ক্ষমতা দখলের প্রথম বার্ষিকী তারা পালন করবে 'ফ্রিডম ডে' বা স্বাধীনতা দিবস হিসাবে। বুধবার সারাদিন তারা সেই স্বাধীনতা দিবসের উৎসব পালন করেছে। মার্কিন ও বিদেশি সেনার কাছ থেকে তারা যে সামরিক যান দখল করেছিল, তার প্রদর্শনী করা হয়েছে এই দিন। সেই সঙ্গে তারা দাবি জানিয়েছে, এক বছর হয়ে গেছে, এবার আন্তর্জাতিক দুনিয়া তাদের স্বীকৃতি দিক।
তবে তাদের এই উৎসব ও প্যারেডে বিদেশি মিডিয়াকে প্রবেশাধিকার দেয়া হয়নি।
তালেবান সরকারের মুখপাত্র বুধবার সকালে আফগানদের 'ফ্রিডম ডে'-র শুভেচ্ছা জানান। সরকার বিবৃতি দিয়ে জানায়, ''মার্কিন দখলদারি থেকে দেশের মুক্তির এক বছর পূর্ণ হলো। এই দখলদারি মুক্ত করতে প্রচুর মুজাহিদিন প্রাণ দিয়েছেন, অসংখ্য বাচ্চা অনাথ হয়েছে, প্রচুর নারী বিধবা হয়েছেন।''
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, তালেবান যোদ্ধারা মার্চ করছেন এবং তাদের মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে।
এই উৎসবের অঙ্গ ছিল অ্যামেরিকার নেতৃত্বাধীন বাহিনীর কাছ থেকে দখল করা সামরিক যান। সেই যানগুলিও প্যারেডের অংশ নিয়েছিল।
উৎসব অবশ্য মঙ্গলবার রাত থেকেই শুরু হয়ে হয়েছিল। রাতের আকাশ ভরে গিয়েছিল বাজির আলোয়। আফগানিস্তানের সরকারি ভবনে ব্যানার লাগানো হয়েছিল। সেখানে অ্যামেরিকা, সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে জয়ের কথা বলা হয়েছে।
সূত্র: ডয়েচে ভেলে
এসবি/
আরও পড়ুন