ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

সাঁইত্রিশের বর, বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধাকে! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ১ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৩:২৮, ১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সাঁইত্রিশ বছরের এক যুবক বিয়ে করলেন তার ৭০ বছর বয়সী প্রেমিকাকে। এ জন্যই বলা হয় প্রেম বড়ই গন্ডগোলের বিষয়। আর এই বিয়েতে কে সাহায্য করেছে তাদের জানেন?

জানা যায়, এই বিয়েতে সাহায্য করেছেন, সেই যুবকের স্ত্রী নিজে! আর বর্তমানে এমন প্রেমকাহিনির চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।

সাঁইত্রিশ বছরের সে যুবকের নাম হচ্ছে ইফতিকার। অল্প বয়সেই তিনি প্রেমে পড়েন পঁয়ত্রিশ বছরের কিসওয়ার বিবির। বাড়িতে এই প্রেমের কথা জানালে সেটা স্বাভাবিক ভাবেই কেউ মানেনি। সম্মতি দেয়নি বিয়েতেও। তবে ইফতিকার জানিয়ে দিয়েছিলেন যে তিনি হয় কিসওয়ার বিবিকে বিয়ে করবেন, নয়তো কাউকে নয়।

এরপর তারা লুকিয়ে দেখা করতেন। কিন্তু একটা সময়ের পর তাদের দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়। সময় পেরোতে থাকে। ইফতিকার বাড়ির পছন্দ করা মেয়েকে বিয়েও করেন। তাদের ছয় সন্তান হয়। কিন্তু এতসবের মাঝেও তিনি কিছুতেই পুরনো প্রেমিকাকে ভুলতে পারেন না। শত হলেও প্রথম প্রেম তো! তাই তো বিয়ে হয়ে যাওয়ার পরেও লুকিয়ে দেখা করতেন কিসওয়ারের সঙ্গে। সময়ও কাটাতেন তারা। ইতোমধ্যেই দুজনের বয়স বেড়েছে। কিসওয়ারের চুলে পাক ধরে গিয়েছে, কিন্তু প্রেমে ভাঁটা পড়েনি তাদের।

দুজনেই যেখানে পণ করে রেখেছিলেন একে অন্যকে বিয়ে করবেন সেখানে সেই বিয়ে আটকায় কার হিম্মত! তাই তো এত কিছুর পরেও তারা এক হলেন। ইফতিকারের বিয়ে হলেও কিসওয়ার আর বিয়ে করেননি। দুজনেই নিয়মিত দেখা করতে থাকেন। আর সেই কথা কারও জানতে বাকি ছিল না। এমনকি ইফতিকারের স্ত্রীরও না। 

এরপরই তিনি সিদ্ধান্ত নেন যে স্বামীর ইচ্ছা পূরণ করবেন তিনি। অবশেষে নিজের স্বামীর বিয়ে দিলেন তারই সত্তর বছর বয়সী প্রেমিকা কিসওয়ারের সঙ্গে। এই ঘটনাটি পাকিস্তানের।

এতদিনে পুরনো প্রেম এভাবে পরিণতি পাবে যে সেটা কেউই ভাবেননি, এমনকি কিসওয়ার নিজেও না। আসলে যে প্রেমের এত টান সেটা পূর্ণতা পেতই। আর তাতেই অনুঘটকের কাজ করলেন ইফতিকারের স্ত্রী। 

এদিকে কিসওয়ারকে বিয়ে করার পর ইফতিকার জানিয়েছেন তিনি তার দুই স্ত্রীকে নিয়েই একসঙ্গে থাকতে চান।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি