ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

ট্রাম্পের বাড়ি থেকে অন্য দেশের পরমাণু বিষয়ক তথ্য পেয়েছে এফবিআই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে অন্য দেশের পরমাণু বিষয়ক তথ্য পেয়েছে এফবিআই। এছাড়া অন্য দেশের প্রতিরক্ষাসংক্রান্ত নথিও রয়েছে সেখানে। 

ওয়াশিংটন পোস্ট জানায়, গত ৮ আগস্ট ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচের বাড়িতে অভিযান চালিয়ে ১১ হাজারের বেশি নথি উদ্ধার করে তদন্ত সংস্থা।

তবে এসব তথ্য যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কিংবা শত্রু দেশের কি না, তা জানা যায়নি। এছাড়া, ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার হওয়া পারমাণবিক অস্ত্রের নথিপত্র আসলে কোন দেশের, তা প্রকাশ করেনি এফবিআই।

বাড়ির কোন অংশে কিভাবে ঐ নথিপত্র পাওয়া গেছে, তাও জানানো হয়নি। জানা গেছে, উদ্ধার করা নথিপত্র এতটাই গোপনীয় যে,  প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্য ছাড়া আর কারো দেখার অনুমতি নেই। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি