ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে, তিনি ব্রিটেনে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ওহিওর কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্সের বিমানে চড়ার আগে গণমাধ্যমকে এই কথা জানান তিনি।

তিবি বলেন, “আমি এখনও বিস্তারিত জানি না, তবে আমি যাচ্ছি।”

যদিও শেষকৃত্যের তারিখ নিশ্চিত করা হয়নি, তবে এটি ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে জানা গেছে, বাইডেন এখনও রানীর ছেলে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলেননি।
সূত্র: এনডিটিভি
আরএমএ/ এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি