ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আগামীকাল সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য উপলক্ষে লন্ডনে জড়ো হতে শুরু করেছেন বিশ্ব নেতারা। জারি করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের অনেক নেতা এবং বিদেশি অতিথি তার শেষকৃত্যে অংশ নিচ্ছেন।

রানিকে শ্রদ্ধা জানাতে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে এরই মাঝে দলে দলে লোক লন্ডনে এসেছেন।

লন্ডনে হোটেলের রিজার্ভেশন ৪শ’ শতাংশ বেড়ে গেছে। সোমবার সকালে রানির মরদেহ ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিযে যাওয়া হবে।

রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাবেন। রাজকীয় নৌবাহিনীর ১শ’ ৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন।  

গত বুধবার থেকে লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন রাখা হয়েছে, যেখানে শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকছে সবার জন্য। রানির প্রতি শেষশ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার হলের প্রবেশমুখে দীর্ঘ সারি। প্রিয় মানুষটিকে বিদায় জানাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হাজারো মানুষকে। কেউ কেউ ২৪ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর রানির কফিনের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর মারা যান এলিজাবেথ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি