ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

জীবাণু অস্ত্র তদন্তে রাশিয়ার আহ্বান প্রত্যাখান জাতিসংঘের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ৩ নভেম্বর ২০২২ | আপডেট: ১৪:৪৬, ৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার রাশিয়ার উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নাকচ করে দিয়েছে। ইউক্রেনে তথাকথিত জীবাণু অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ব্যাপারে মস্কোর অভিযোগের বিষয়টি তদন্তে দেশটি এ প্রস্তাব দিয়েছিল। খবর এএফপি’র।

এমন অভিযোগের ব্যাপারে রাশিয়া গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তদন্তের অনুরোধ জানিয়েছিল। ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকেই মস্কো নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযোগ করে আসছে।

জাতিসংঘে বুধবার ভোটাভুটির ফলে দেখা যায়, এ প্রস্তাবের পক্ষে রাশিয়া ও চীন এবং বিপক্ষে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন ভোট দেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী এ পাঁচ সদস্য দেশের যে কোনো প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে। 

নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য দেশের সকলেই ভোটদানে বিরত থাকে।

এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি