ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

যৌতুকের গাড়ির টেস্ট ড্রাইভেই পরিবারের ৫ জনকে চাপা দিলেন বর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যৌতুকে অরুণ গাড়ি পেয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি চালাতে জানতেন না। তার পরেও উৎসাহের বশে গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে ফেলেন। আর তাতেই দুর্ঘটনা ঘটে।

যৌতুকে গাড়ি পেয়েছিলেন তিনি। সেই গাড়ির চাবি হাতে পেয়েই টেস্ট ড্রাইভে নেমে পড়েছিলেন। কিন্তু সেই টেস্ট ড্রাইভই যে বড়সড় বিপদ ডেকে আনবে তা কেউ কল্পনা করতে পারেননি। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। 

অরুণ কুমার। উত্তরপ্রদেশের অকবরপুরের বাসিন্দা। শ্বশুরবাড়ি থেকে সদ্য যৌতুকে গাড়ি পেয়েছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠান ঘিরে অরুণের বাড়িতে তখন হইহই চলছে। তার উপর নতুন গাড়ি বাড়িতে আসায়, সকলেরই উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে।

চাবি হাতে পেয়েই অরুণ গাড়িতে চালকের আসনে গিয়ে বসেন। তার পর অ্যাক্সেলারেটরে চাপ দিতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পাশেই তখন দাঁড়িয়েছিলেন তার পরিবারের সদস্যরা। অরুণের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারেন পরিবারের পাঁচ সদস্যকে। দশ বছরের এক কিশোরসহ গুরুতর জখম পাঁচ জন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় অরুণের চাচীর।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি