ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

পেরুর প্রেসিডেন্ট গ্রেপ্তার, নতুন দায়িত্বে দিনা বলুয়ার্তে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পেরুর বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করেছেন দেশটির আইনপ্রণেতারা। এরপরেই দেশটির পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কাস্তিলোকে অভিশংসিত করার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দিনা বলুয়ার্তে। এর মাধ্যমে দেশটি প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল। খবর বিবিসি, সিএনএনের।

বুধবার দেশটিতে ঘটেছে এই ঘটনা।

প্রতিবেদনে বলা হয়েছে, পেদ্রো কাস্তিলো সংসদ ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এর পর দিনভর নাটকীয়তার পর তাকে অভিশংসিত করা হয়। তার জায়গায় দায়িত্ব নেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে।

দিনের শুরুতে এক ভাষণে ৫৩ বছর বয়সী পেদ্রো কাস্তিলো ঘোষণা দেন, তিনি বিরোধী অধ্যুষিত কংগ্রেস ভেঙে দিচ্ছেন এবং কারফিউ জারি করেন এবং ডিক্রির মাধ্যমে দেশ চালাবেন বলে জানান।

এমন ঘোষণার পরেই দেশটির আইনপ্রণেতারা তাকে অভিশংসিত করে। পেদ্রোকে অভিশংসনের পক্ষের ১০১ আইনপ্রণেতা ভোট দেন। এর পরেই সন্ধ্যা নাগাদ পেদ্রোকে গ্রেপ্তার করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি