ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

চীনে চলতি মাসে ২৫ কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৪ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৬:৫৩, ২৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চীনে চলতি মাসের প্রথম ২০ দিনে ২৫ কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

এ পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রতিবেশী দেশ ভারত, এরইমধ্যে সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে পরীক্ষাসহ মাস্ক পড়ার নির্দেশনা দেয়া হয়েছে।  

সংবাদ মাধ্যমগুলো বলছে, সংক্রমনের প্রকৃত তথ্য প্রকাশ করছেনা চীন। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, কেবলমাত্র মঙ্গলবারই নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩ কোটি ৭০ লাখেরও বেশি ।

তবে সরকারি তথ্য মতে ওইদিন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৯। অবস্থায় সংক্রমণ ঠেকাতে আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছে ভারত। শুক্রবার থেকে বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু করেছে দেশটি।

বড়দিন ও বর্ষবরণকে সামনে রেখে ভীড়ে মাস্ক পড়ারও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি