ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

কাবুলের সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ, বহু হতাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

আফগানিস্তানের কাবুলে একটি সামরিক বিমানবন্দরের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর।

স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার (০১ জানুয়ারি) ভোর 8টার দিকে ওই বিমানবন্দরের বাইরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘(রোববার) সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নাগরিক শহীদ ও আহত হয়েছেন।’   

যদিও তিনি বিস্ফোরণের ধরণ বা কারণ উল্লেখ করেননি। বিস্ফোরণের জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। 

বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ওই এলাকা সিল করে দিয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান আব্দুল নাফি।  

বার্তা সংস্থা এএফপি জানায়, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি সামরিক বিমানঘাঁটির প্রবেশপথে বিস্ফোরণটি ঘটে।  

এদিকে অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, কাবুলের এই বিস্ফোরণে ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। তবে হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি তালেবান কর্তৃপক্ষ। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি