ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

নির্বাচন আয়োজনে অনুগতদের সঙ্গে সংলাপ জান্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ৮ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১০:০৮, ৮ জানুয়ারি ২০২৩

নির্বাচন আয়োজনের জন্য অনুগত সংগঠনগুলোর সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে মিয়ানমারের জান্তা কর্তৃপক্ষ।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার খবর দেওয়া হয়েছে। বলা হয়েছে, গত শুক্রবার থেকে রাজধানী নেপিডোয় সংগঠনগুলোর সঙ্গে তিন দিন ধরে আলোচনা হয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার খবর দেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত সশস্ত্র যুদ্ধে অংশ না নেওয়া জাতিগত গোষ্ঠীগুলোকেই  কেবল আলোচনায় ডাকা হয়েছে বলে জানা গেছে।

সামরিক অভ্যুত্থানের পর সংশ্লিষ্ট দেশের সামরিক শাসক সাধারণ নির্বাচন আয়োজনকে পরিস্থিতি স্বাভাবিক দেখানোর কৌশল হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে। 

গত মাসে পাঁচটি ছোট জাতিগত বিদ্রোহী সংগঠনের সঙ্গে নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক করে জান্তা। সংগঠনগুলো বৈঠকের পর নির্বাচন আয়োজনের বিষয়ে তাদের সম্মতির কথা জানায়।

গত বুধবার মিয়ানমারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের সময় সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইং নির্বাচনের ব্যাপারে দৃঢ় লক্ষ্যের কথা জানান। তবে ওই দিন এ নিয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা তিনি প্রকাশ করেননি।

জাতিগত সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের ব্যাপারে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে শুক্রবার বলা হয়েছে, রাজধানী নেপিডোয় সংগঠনগুলোর সঙ্গে তিন দিন ধরে আলোচনা হয়েছে।

মিয়ানমারের জান্তা গত দুই বছরে দেশে কোনো কার্যকর ভিন্নমত বা প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি। 

প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিকে সামরিক জান্তার আদালত ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে। প্রধান সশস্ত্র গোষ্ঠীগুলো এখনও জান্তার বিরুদ্ধে লড়াই করছে। 

এ অবস্থায়ই জান্তা প্রশাসন অনুগত সংগঠনগুলোকে নিয়ে নির্বাচন আয়োজন করতে চাচ্ছে।

মিয়ানমারের জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে ২০টির মতো বিদ্রোহী সংগঠন সক্রিয় রয়েছে। এসব সংগঠন সামরিক শাসকের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি একে অন্যের বিরুদ্ধেও লড়াইয়ে লিপ্ত।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি