ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

হংকংয়ে এক রাতে ১০ হাজার বজ্রাঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ১ মে ২০২৪

এক রাতেই প্রায় ১০ হাজার বার বজ্রাঘাতের শিকার হয়েছে হংকং। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বরাতে এমনটাই জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে বৃষ্টি শুরু হয়। রাতে এক ঘণ্টায় সর্বোচ্চ পাঁচ হাজার ৯১৪টি বজ্রপাত রেকর্ড করেছে সংস্থাটি। বুধবার সকাল ১০টা ৫৯ মিনিটে বজ্রপাতের সংখ্যা দাঁড়ায় ৯ হাজার ৪৩৭টিতে। এ বজ্রপাতের অধিকাংশই হংকংয়ের নিউ টেরিটরি পূর্ব অঞ্চলে আঘাত হেনেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে, বজ্র ঝড়ে বাঁশের তৈরি একটি ক্যান্টোনিজ অপেরা থিয়েটারে বিধ্বস্ত হয়ে গেছে। পর্যবেক্ষকদের ধারণা, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে। এবার দ্বীপটিতে দ্বিতীয় সর্বোচ্চ বজ্রাঘাত হেনেছে।

এর কারণ হিসেবে বলা হয়েছে, সাধারণত এপ্রিল মাসে ওই অঞ্চলের উচ্চ আর্দ্রতা থাকে। বর্ষা মৌসুম পর্যন্ত অগ্রসর হয়। তাই আকস্মিক বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকেন বাসিন্দারা। 

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি