ঢাকা, মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫

ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ‘সুন্দরী’ বলে প্রশংসা ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ১৪ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

মিসরের শারম এল-শেইখে গাজা শান্তি সম্মেলনে ইসরায়েল-হামাস সংঘাত নিরসনে অগ্রগতি অর্জনের পর বিশ্বনেতারা একত্রিত হন। এসময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘সুন্দরী নারী’ বলে সম্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সোমবার মিসরের অবকাসযাপনকেন্দ্র শারম আল শেখে আন্তর্জাতিক এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মেলোনির দিকে ফিরে এ কথা বলেন ট্রাম্প।

সেখানে আলোচনায় বসেছিলেন ২০টির বেশি দেশের নেতারা। তাদের মধ্যে একমাত্র নারী সরকারপ্রধান ছিলেন মেলোনি।

বক্তৃতা দেওয়ার সময় মেলোনিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আমাদের এখানে একজন নারী আছেন, একজন তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি পাই না, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি।’

এরপর মেলোনির দিকে ঘুরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি আমি আপনাকে বলি, আপনি সুন্দরী, আপনি নিশ্চয়ই রাগ করবেন না, তাই না? কারণ, আপনি তা–ই।’

ওই সময় ৪৮ বছর বয়সী মেলোনিকে হাসতে এবং মাথা নাড়তে দেখা যায়।

ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ‘অসাধারণ’ নেতা বলেও বর্ণনা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইতালিতে তিনি (মেলোনি) খুবই সম্মানিত। তিনি একজন খুবই সফল রাজনীতিক।’

এই মন্তব্যের ভিডিও ক্লিপটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে ট্রাম্পের প্রশংসাকে অস্বস্তিকর বলে মন্তব্য করেন, বিশেষত মেলোনির মুখের অভিব্যক্তি দেখে অনেকে ধারণা করেন, তিনি এতে তেমন সন্তুষ্ট ছিলেন না।

এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল গাজায় শান্তি পুনঃস্থাপন, তবে ট্রাম্পের মন্তব্য ও মেলোনির সঙ্গে তার মিথস্ক্রিয়াই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় আসে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি