ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৪৬, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘বসনিয়ার কসাই’ খ্যাত সাবেক বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যুগোস্লাভিয়ায় যুদ্ধাপরাধ তদন্তে গঠিত জাতিসংঘের ট্রাইব্যুনাল এ রায় দেয়। বসনিয়া ও হার্জেগোভিনার পূর্বাঞ্চলীয় ছোট পার্বত্য শহর স্রেব্রেনিৎসায় গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ম্লাদিচকে গতকাল বুধবার এ সাজা দেওয়া হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, ম্লাদিচের বিচারের এ রায়ের মাধ্যমে বিশেষ এ ট্রাইব্যুনাল যুগোস্লাভিয়ায় যুদ্ধাপরাধের বিচার শেষ করল। এটিই ছিল ট্রাইব্যুনালের শেষ রায়।

ট্রাইব্যুনাল বলেছে, ১৯৯০-এর দশকের গোড়ার দিকে স্রেব্রেনিৎসায় সামরিক সংঘাতের সময় হাজার হাজার বসনিয়ান মুসলিমের গণহত্যা সংঘটিত করতে চেয়েছিলেন রাতকো ম্লাদিচ। সারায়েভোতে বোমা বর্ষণের ক্ষেত্রেও রাতকো ম্লাদিচ ব্যক্তিগতভাবে সেই বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। 
নিজের উচ্চ রক্তচাপের কথা বলে রাতকো ম্লাদিচ আদালতের শুনানি বন্ধ করার জন্য দাবি জানিয়েছিলেন। তবেে ট্রাইব্যুনাল এতে কান দেয়নি।

সূত্র : বিবিসি

এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি