ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

ভেস্তে যাচ্ছে সিরিয়ার বিদ্রোহী ও রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৫ জুলাই ২০১৮

যুদ্ধ বিরতি চুক্তি করতে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ও রাশিয়ার রাশিয়ার মধ্যেকার আলোচনা ভেস্তে যেতে বসেছে। সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে, রাশিয়া আসাদ সরকারের পক্ষ নেওয়ায় এই চুক্তি সম্ভব নয়।

সিরিয়ার সমঝোতা কমিশন (এসএনসি) জানায়, সিরিয়ার দখলিকৃত দেরা, কুনিত্রা, দক্ষিণ সিরিয়া থেকে সরকারি বাহিনীকে হটিয়ে স্থানীয়দের কাছে অঞ্চলগুলো ফিরিয়ে দিতে হবে। শুধু তাই নয়, সরকারি বাহিনী ও ইরানি বাহিনীর কবল থেকে এলাকাগুলো পুনরুদ্ধারে রাশিয়া সমর্থন না দেওয়ায় এই চুক্তি করতে অস্বীকার করেছে তারা।

গত চারদিনের মধ্যে দক্ষিণ সিরিয়ায় রুশ বাহিনী নতুন করে বিমান হামলা শুরু করেছে, এই খবর চাউর হবার পরই চুক্তি কার্যক্রম থেকে পিছু হঠে বিদ্রোহীরা।
বিদ্রোহী নিয়ন্ত্রিত সাইদা ও তোহফা শহরে রুশ বাহিনীর আক্রমণের ফলেই মূলত বিদ্রোহীরা চুক্তি সম্পাদন থেকে পিছু হঠে।

বিদ্রোহীদের মুখপাত্র ইবরাহিম আল জাবাওয়ি বলেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তাদের শাসন মেনে নেওয়ার কথা রাশিয়া মুখে বললেও বর্তমানে তারা ওই এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে, যা তাদের কথার বরখেলাপ। আর এ জন্যই যুদ্ধবিরতি চুক্তি থেকে পিছু হঠছে বিদ্রোহীরা।

সূত্র: আল- জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি