ঢাকা, শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪

অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১৬ আগস্ট ২০১৮

অস্ট্রেলিয়ার সিনেটে প্রথমবারের মত জায়গা করে নিলেন পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম নারী মেহরিন ফারুকি। বুধবার তাকে সিনেটের একটি শূন্য পদে মনোনয়ন দেয়া হয়।

জানা গেছে, মেহরিন ১৯৯২ সালে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় আসেন। তিনি পেশায় একজন পরিবেশ প্রকৌশলী। একজন নারীবাদী নেত্রী হিসেবেও বেশ খ্যাতি রয়েছে।

সিনেটর নির্বাচিত হওয়ার আগে ২০১৩ সালে তিনি এমপি নির্বাচিত হন।   

মেহরিন জানান, অস্ট্রেলিয়া ভবিষ্যতে অবশ্যই বৈচিত্র্যময় এবং শক্তিশালী হবে। তিনি বলেন, সিনেটর হিসেবে আমার প্রধান দায়িত্ব হবে বর্ণবাদকে দূর করা। সূত্র: বিবিসি

এসি     


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি