ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

‘সিরিয়া আরব লীগে যুক্ত হতে পারে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:১৯, ৭ জানুয়ারি ২০১৯

সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিউনিশিয়ার প্রসিডেন্টের উপদেষ্টা লাজহার আল-কোরাভি আল-চাবি। যখন আরব বিশ্বের কয়েকটি দেশ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করছে তখন এ খবর বের হলো। 

রোববার লেবাননের রাজধানী বৈরুতে লাজহার আল-কোরাভি বলেন, “সংযুক্ত আরব আমিরাতসহ সিরিয়ায় কয়েকটি আরব দেশ তাদের দূতাবাস চালু করার পর দামেস্ককে আবার সদস্য পদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে ২২ সদস্যের আরব লীগের ভেতরে বেশ কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে।”

তিনি বলেন, এটাই হচ্ছে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার শ্রেষ্ঠ সময়। কোনোভাবেই সিরিয়া আর আরব লীগের বাইরে থাকতে পারে না; এটা তার স্বাভাবিক জায়গা।”

সিরিয়ার কথিত বিরোধীদলের বিক্ষোভের ওপর দমনপীড়ন চালানোর অজুহাত তুলে ২০১১ সালে আরব লীগ সিরিয়ার সদস্য পদ স্থগিত করা হয়। সিরিয়া সেসময় এ পদক্ষেপকে বেআইনি ও সংস্থার নীতিমালা ভঙ্গ বলে প্রতিবাদ করেছিল।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি