ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

আকস্মিক পদত্যাগ করলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট

প্রকাশিত : ১০:৪৩, ৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৪৫, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মেয়াদ পূর্ণ হওয়ার তিন বছর আগেই আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম (৫৯)। সোমবার তিনি পদত্যাগের এই ঘোষণা দেন।

জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নে অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতবিরোধের মধ্যেই জিম ইয়ং কিম পদত্যাগের ঘোষণা দিলেন।

জিম ইয়ং কিমের পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। আপাতত বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

জিম ইয়ং কিম বিশ্ব ব্যাংকের নেতৃত্ব দিয়ে আসছিলেন গত ছয় বছর ধরে। ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় ২০২২ সাল পর্যন্ত তার দায়িত্ব পালনের কথা ছিল।

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি