ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

আবারও চীন সফরে গেলেন কিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক বছরের কম সময়ের মধ্যে চতুর্থবারের মতো চীন সফরে গেলেন। সোমবার বিকেলে ট্রেনযোগে তিনি বেইজিংয়ে যান।

চীন ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কিমের চীনের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কিমের সফরসঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী রি সুল জু এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১০ জানুয়ারি পর্যন্ত চীনে অবস্থান করার কথা রয়েছে কিম জং উনের। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনের খবরে এ কথা বলা হয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, কিমের এই সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করা।

এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগে তিনবার চীন সফর করেন কিম।

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি