ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

নিষেধাজ্ঞা মোকাবেলায় ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:১৯, ৯ জানুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান তার পুরনো অংশীদার বিশেষ করে চীন, রাশিয়া এবং ভারতের সঙ্গে কাজ করছে। মঙ্গলবার নয়াদিল্লীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এ কথা বলেন।

তিনি বলেন,  ইরানের সঙ্গে ইউরোপের ডলার বহির্ভূত অর্থনৈতিক লেনদেন বজায় রাখতে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ‘এসপিভি চালু করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন কাঙ্খিত গতিতে এগুতো পারছে না।

তিনি আরো বলেন, ‘আমরা ইউরোপীয়ানদের সঙ্গে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে এখনো কাজ করছি। তবে আমরা তাদের জন্য বেশিদিন অপেক্ষা করব না। তিন দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ।’

জারিফ বলেন, ‘আমরা ভারত, চীন এবং রাশিয়ার মতো পুরনো অংশীদারদের সঙ্গে কাজ করছি যাতে আমরা আমাদের জনগণের স্বার্থ রক্ষা করতে পারি।’

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি গত বুধবার বলেন, ইরানের সঙ্গে ইউরোপের অর্থনৈতিক লেনদেনের জন্য বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ‘এসপিভি চালু করার বিষয়ে ২০১৯ সালে জোর প্রচেষ্টা চালানো হবে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণলয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গত রোববার শেষ বেলায় বলেছেন, ইরানের পাওনা পরিশোধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এসভিপি নামে যে পথ বের করতে চেয়েছিল তাতে মারাত্মক রকমের দেরি হয়েছে কিন্তু এখনো তা নির্ধারিত হয় নি। এই ব্যর্থতার জন্য ইরান অবশ্যই ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি