ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

চীনা কন্স্যুলেটে হামলা

পাকিস্তানের অভিযোগ অস্বীকার করল ভারত  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ১৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৫৯, ১৩ জানুয়ারি ২০১৯

করাচির পুলিশ প্রধান আমির শেখ

করাচির পুলিশ প্রধান আমির শেখ

Ekushey Television Ltd.

পাকিস্তানের বন্দরনগরী করাচির চীনা কন্স্যুলেট ভবনে সন্ত্রাসী হামলায় ভারত জড়িত বলে ইসলামাবাদ যে অভিযোগ করেছে নয়াদিল্লি তা অস্বীকার করেছে।

শুক্রবার করাচির পুলিশ প্রধান ড. আমির শেখ বলেছেন, চীনা কন্স্যুলেট ভবনে হামলার বিষয়ে আফগানিস্তানে বসে পরিকল্পনা করা হয়েছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা তা বাস্তবায়নে সাহায্য করেছে। জবাবে ভারত বলেছে, পাকিস্তানের এ বক্তব্য ‘বানোয়াট ও বিদ্রুপাত্মক’।

পাক পুলিশ বলছে, ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্প বানচালের পরিকল্পনা থেকে ওই হামলা হয়েছে। এর মূল লক্ষ্য ছিল চীনকে এটা বোঝানো যে, করাচি মোটেই চীনের জন্য নিরাপদ নয়।’ হামলায় জড়িত থাকার সন্দেহে ইসলামাবাদ কয়েকজন ভারতীয় নাগরিককে আটক করেছে।

গত ২৩ নভেম্বর তিনজন ভারী অস্ত্রধারী সন্ত্রাসী চীনা কন্স্যুলেট ভবনে ঢোকার চেষ্টা করে কিন্তু করাচির আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে হত্যা করে। বন্দুযুদ্ধ ও গ্রেনেড বিস্ফোরণে দুই পুলিশ এবং দুজন ভিসাপ্রার্থীও নিহত হন।

নিষিদ্ধঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায়িত্ব স্বীকার করেছিল। পাকিস্তান বলছে, সন্ত্রাসী এ গোষ্ঠীর সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর যোগাযোগ রয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি