ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ইরানে বিমান বিধ্বস্ত হয়ে ১৫ আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইরানে একটি বোয়িং ৭০৭ কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর মৃত্যু হয়েছে। রাজধানী তেহরানের কাছে এ বিমান দুর্ঘটনাটি ঘটে।      

বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানি বিমানবাহিনীর ওই  উড়োজাহাজটি সোমবার সকালে বাজে আবহাওয়ার মধ্যে আলবুর্জ প্রদেশের ফাত বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।     

কিরগিজিস্তানের বিশকেক থেকে মাংসের চালান নিয়ে ইরানে ফিরছিল উড়োজাহাজটি। জরুরি অবতরণের চেষ্টার সময় উড়োজাহাজটি রানওয়ের বাইরে চলে যায় এবং দেয়াল ভেঙে পাশের আবাসিক এলাকায় ঢুকে পড়ে।    

দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ১৬ আরোহীর মধ্যে কেবল ফ্লাইট ইঞ্জিনিয়ারকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ইরানি সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে রয়টার্স।

গণমাধ্যমে আসা ভিডিওতে দুর্ঘটনায় পড়া বিমানটিতে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাস্থলে হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালান উদ্ধারকর্মীরা।  

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি